Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

 সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহ

  

জেলা সমাজসবো র্কাযালয়, বগুড়া সমাজসেবা অধদিফতররে জেলা র্পযায়রে একটি আঞ্চলকি র্কাযালয়। সমাজসবো অধদিফতর গণপ্রজাতন্ত্রী বাংলাদশে সরকাররে অন্যতম জাতগিঠনমূলক দপ্তর হসিাবে দেশের দুঃস্থ, দরদ্র, অবহলেতি, অনগ্রসর,  সুযোগ-সুবধিাবঞ্চতি, সমস্যাগ্রস্ত পশ্চাৎপদ ও প্রতবিন্ধী জনগোষ্ঠীকে সেবা প্রদান করছ। লক্ষ্যভুক্ত এ সকল জনগোষ্ঠীকে মানব সম্পদে পরণিত করে সমাজসবো অধদিফতর দারদ্র্যি বিমোচন এবং সামাজিক নিরাপত্তা প্রদানরে মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বর্পূণ ভূমকিা পালন করছ। জেলা র্পযায়ে সমাজসবো অধদিফতররে প্রতনিধিত্বিকারী হসিবেে জলো সমাজসবো র্কাযালয়রে অধীন দপ্তরসমূহরে মাধ্যমে গত তনি বছরে ১০৪.৭১ হাজার  বয়স্কভাতাভোগী,  ৪৭.৯৭ হাজার বিধবা, স্বামী নগিৃহীতা মহলিা ভাতাভোগী এবং ৩৯.৮১ হাজার অসচ্ছল প্রতবিন্ধী ভাতাভোগী ২৩৬৫ জন প্রতবিন্ধী শিক্ষার্থী র উপবৃত্তির মোট ১৯৪.৮৫ হাজার ভাতাভোগী’র নামে ব্যাংক হসিাব খোলা হয়ছে । সকল ভাতাভোগীর ব্যাংক হসিবেে সরাসরি ভাতার র্অথ পরশিোধ করা হচ্ছ। কুড়ি হাজার প্রতবিন্ধী ব্যক্তরি পরচিয়পত্র প্রদান সম্পন্ন করছে।৪৭০৬৪ জন প্রতিবন্ধী ব্যক্তির প্রতিবন্ধিতা সনাক্তকরণ, তার মাত্রা নিরূপন ও পরিচয়পত্র প্রদান করা হয়েছে। সকল ভাতাগ্রহীতাকে ই-মেপেন্টে ভাতা প্রদান করা হয়েছে। জেলা পর্যায়ে ০১ টি জেলা সমাজসেবা কমপ্লেক্স নির্মাণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

২০২০-২১ অর্থবছরের সম্ভাব্য প্রধান অর্জনসমূহ:

 

  • ১১৬.৬০ হাজার ব্যক্তিকে বয়স্কভাতা, ৫৭.৮৫ হাজার ব্যক্তিকে বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা এবং ৪৪.৬১ হাজার ব্যক্তিকে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা ও ২৩৮০ জন প্রতিবন্ধী শিশুকে উপবৃত্তি প্রদান;
  • ৫০০ দরিদ্র ব্যক্তিকে উদ্বুদ্ধকরণ ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করা হবে ও বিনিয়োগ ও পুনঃবিনিয়োগের মাধ্যমে ৪.৮৮  কোটি টাকা সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদান করা হবে যাতে নিম্নআয়ের জনগোষ্ঠী ও প্রতিবন্ধী ব্যক্তির আত্মকর্মসংস্থান, নিজস্ব পুঁজি সৃষ্টি, দারিদ্র্য হ্রাস এবং ক্ষমতায়ন হবে;
  • সমাজের বিশেষ শ্রেণি বিশেষতঃ হিজড়া, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে ৫০ ব্যক্তিকে প্রশিক্ষণ, ৭৯৫ ব্যক্তিকে বিশেষ ভাতা ও ৬৫৩ শিশুকে শিক্ষা বৃত্তি চালুর মাধ্যমে ব্যক্তির জীবনমান উন্নয়ন করা হবে;
  • ০১ টি সরকারি শিশু পরিবারের মাধ্যমে ১৭৫ সুবিধাবঞ্চিত শিশুর আবাসন, শিক্ষা, প্রশিক্ষণ নিশ্চিত করা হবে;
  • প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপের কেন্দ্রীয় তথ্য ভান্ডারে সংরক্ষিত ৪৭০৬৪ জন প্রতিবন্ধী ব্যক্তির তথ্য বিশ্লেষণ করে তাদের উন্নয়নের মূল স্রোতধারায় আনার ব্যবস্থা গ্রহণ করা হবে;
  • জেলা সমাজসেবা কমপ্লেক্স তৈরি করার জন্য প্রচেষ্টা গ্রহন করা হবে;
  • বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ১৬৫১ জন কামার, কুমার, নাপিত, মুচি, বাঁশ-বেত ও কাশা-পিতল প্রস্তুতকারকের দক্ষতা উন্নয়ন করে উদ্যোক্তা ও চাকুরীর উপযুক্ত হিসেবে রূপান্তর করা হবে।
  • SDGs এর লক্ষ্যমাত্রা ৫.৪.১ এর আলোকে অবৈতনিক গৃহাস্থালী কাজের মর্যাদা উন্নীতকরণে সচেতনতা বৃদ্ধি করা হবে।